
শুক্রবার ২৩ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: ‘হেরা ফেরি ৩’–এ পরেশ রাওয়াল থাকছেন না—এই খবর বলিউডে যেন বিনা মেঘে বজ্রপাত! পরেশ রাওয়ালের হঠাৎ এমন সিদ্ধান্তে শুধু ভক্তরা অবাক নন, বিস্মিত তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা সুনীল শেট্টিও। এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “এটাআমাদের কাছেই শক! আমি প্রথমে ভেবেছিলাম পরেশজিকে টেক্সট করব, তারপর ভাবলাম দেখা করে কথা বলব। এখনও পর্যন্ত এই নিয়ে আমি কারও সঙ্গে কোনও কথা বলিনি। এমনকী অক্ষয়ও জানে না কী ঘটল!"
সুনীল আরও যোগ করেন, “ এককথায় গভীর সংকট। দারুণ বিপদের মধ্যেই পড়েছি আমরা। আমরা তো ছবির মাঝপথে আছি! শুটিং শুরু করার পরিকল্পনা ছিল পরের বছর। ছবির প্রোমো তো আমরা ইতিমধ্যেই শুট করেছি। এটা এত শকিং যে মাথায় ঢুকছে না। আর আমাকে কে আগে পাঠাল এই খবর? আথিয়া আর আহান! মাত্র ১৫ মিনিটের মধ্যে দু’জনেই আমাকে জানাল। বলল ‘বাবা, এটা কী!’ আমি তখন এক সাক্ষাৎকারের মাঝে ছিলাম। চমকে উঠেছিলাম!”
অন্যদিকে, পরেশ রাওয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাঁ, এটা অনেকের কাছেই চমকে দেওয়ার মতো খবর। আমরা তিনজনের কম্বিনেশনটা দুর্দান্ত, বিশেষ করে প্রিয়দর্শনজি যখন পরিচালনা করছেন। কিন্তু সত্যি কথা বলতে, আজ আর আমি এই প্রজেক্টের সঙ্গে নিজেকে জড়িয়ে মনে করি না, তাই নিজেই সরে দাঁড়িয়েছি।’ এই ঘোষণার পরেই জল্পনা ছড়িয়ে পড়ে—পারেশ কি তবে পারিশ্রমিকের ঝামেলা বা সৃজনশীল মতবিরোধের কারণে সরে দাঁড়ালেন? যদিও এই সমস্ত গুজবকে সরাসরি খণ্ডন করেছেন তিনি।
২০০০ সালে প্রিয়দর্শনের ‘হেরা ফেরি’ দিয়ে যে ট্রিলজি শুরু, সেটি বলিউডকে উপহার দিয়েছিল অক্ষয়–সুনীল–পারেশের অমোঘ ত্রয়ীকে। রগরগে কমেডি, কটাক্ষ আর দারুণ সংলাপে মোড়া এই ছবি হয়ে উঠেছিল একটা কাল্ট ক্লাসিক। এরপর আসে ‘ফির হেরা ফেরি’ (২০০৬), যা সমালোচকদের কাছ থেকে প্রথম ছবির মতো প্রশংসা না পেলেও, বক্স অফিসে ছিল বিশাল হিট।
সিরিজের তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩’ নিয়ে বহুদিন ধরেই চলছিল উত্তেজনা। কিন্তু পারেশ রাওয়ালের প্রস্থানে হতাশ ভক্তরা এখন সোশ্যাল মিডিয়ায় একটাই দাবি করছেন—“বাবুরাওকে ছাড়া হেরা ফেরি নয়!” এদিকে, পারেশ রাওয়ালকে এবার দেখা যাবে ‘হাউসফুল ৫’-এ, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ৬ জুন।
অন্যদিকে সুনীল শেট্টি এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কেশরী বীর’-এর প্রচারে। এই ছবিতে রয়েছেন সুরজ পাঞ্চোলি, আকাঙ্ক্ষা শর্মা ও বিবেক ওবেরয়। ছবিটি মুক্তি পাবে ২৩ মে।
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!